বিস্তারিত
এতদ্বারা কৈলাইল ইউনিয়নে বসবাসকারী সকল স্থায়ী ও অস্থায়ী নাগরিকদের জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক সকল নাগরিকের জন্ম নিবন্ধন ও সকল মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। সরকারের সেই লক্ষ্যমাত্রাকে আরো বেগবান করতে এক বছরের কম বয়সী সকল শিশুর জন্ম নিবন্ধন এবং এক বছরের কম মৃত্যু বরণকারীর মৃত্যু নিবন্ধন বিনা ফিসে করে দেওয়া হচ্ছে।
১ বছরের কম বয়সীদের জন্য যে সকল কাগজাদি প্রয়োজন-
* টিকা কার্ডের কপি অথবা হাসপাতাল কর্তৃক প্রদত্ত জন্ম কার্ড।
* পিতা-মাতার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র কপি।
* হাল নাগাদ হোল্ডিং ট্যাক্স রশিদর ফটোকপি।
এক বছরের কম মৃত্যু বরণকারীর মৃত্যু নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজাদি-
* মৃত্যুর প্রমাণ পত্র হিসাবে কবরস্থান/শশ্মান পরিচালনাকারী কর্তৃ পক্ষের প্রদত্ত সনদ।
* জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের ফটোকপি।
* মৃতের পিতা, মাতা, স্বামী/স্ত্রী জীবিত হলে তাদের জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র কপি।
* হাল নাগাদ হোল্ডিং ট্যাক্স রশিদর ফটোকপি।
* আবেদনকারীর ১ কপি PP সাইজ ছবি জন্ম নিবন্ধন সনদের /জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস